পূর্বপুরুষ / রাকেশ আলম
আদিমতম একটি গুহা জানে সভ্যতার
পথে কতটা অন্ধকার লেগে থাকে।
দুটি পাথরকনা থেকে নিঃসৃত
স্ফুলিঙ্গ একসময় বেড়ে হয় দাবানল।
আমরা তাকেই আগুন বলি
আমরা চিতাভষ্ম বলি
আমরা যখন নৈঃশব্দ্যে শিলালিপি
খুঁজি তখন বাইরে থেকে কলরব শোনা যায়
আমরা অক্ষরে অক্ষরে শব্দ গড়ি।
একটি চাকা গড়িয়ে চলে
অত্যাধুনিকতার পথে।
ওই পথেই আমরা রক্ত মেখে থাকি
বনমানুষের জিহ্বা থেকে চাকাটি
গড়িয়ে গড়িয়ে যায় অতল সাগরে...
আমরা উন্নতিক্রম বলি আমরা মহানগর
বলি
আমরা অসভ্য বলি!
আমরা অসভ্য বলি!
কোন মন্তব্য নেই