Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভালোবাসার লোক / দেবারতি ঘোষ দস্তিদার

বুকের ওপর পাথর চাপা দিয়ে
আলতো করে খুবলে নিচ্ছ চোখ
হাত বুলিয়ে বলছ হাসিমুখে
আমি না, তোমার ভালোবাসার লোক।

নির্বিচারে পুড়িয়ে দিচ্ছ লেখা
শাওয়ার তলায় মিলিয়ে যাচ্ছে শোক
ফিসফিসিয়ে বোঝাচ্ছি নিজেকে
হ্যাঁ, সেই তো আমার ভালোবাসার লোক।
 
আর যে আমিটা আমারই ভেতর ছটফট
ডানা ঝাঁপটিয়ে ভেসেছি আহাম্মক
কেঁপেছি পাজরে আদিম আশঙ্কাতে
থাকবে তো পাশে, ভালোবাসার লোক?

মানত করছি শীৎকারী সন্ধেয়
রুমালে বেঁধেছি আর্তি অনর্থক
সুতো বাঁধা যত লাল সাদা আব্রু
খুলেছি, দ্যাখো না ভালোবাসার লোক?

রাত্রিবেলা আদর করার নামে
শরীর জুড়ে বসে যাচ্ছে নখ
ঠোঁটের ওপর নিজের দাঁতের ঘামে
বুঝেছি তুমিই ভালোবাসার লোক

একদিন ঠিক সমুদ্রস্নানে যাব
ছাড়িয়ে নেব শরীর ভরা জোঁক
সেইদিন ঠিক ভুলেই যাব দেখিস
তুই-ই ছিলি ভালোবাসার লোক





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.