Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ঋণী / প্রদীপ গুপ্ত

তোমায় ভালোবেসে ---
বন্যায় ভেসেছিল পলাশের বন।
কোকিলা তার কুহু তান ছেড়ে
নির্বাক হয়েছিল কাল।
তোমায় ভালবেসে ----
নীল নির্জনে বসেছিল মেঘেদের হাট
সমূদ্র ফেনায় ভেসেছিল।  
তোমায় ভালবেসে ----
আমি আবার এক জন্ম চেয়েছি
গত জন্মের পর।
বাঁশী নিয়ে বসে আছি পৃথিবীর তীরে  
তোমার পায়েল বলে গেল এসে  
তুমি এসে ফিরে চলে গেছ  
আমার কবিতা ভালবেসে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.