স্মৃতি ফিরে ফিরে আসে / অনুপম দাশশর্মা
কখনো দেখেছো
খসে পড়া তারা
হৃদয় দগ্ধ করে,
স্মৃতির ফুলকি ফোয়ারার মতো
ধূমকেতু হয়ে পোড়ে।
হৃদয় দগ্ধ করে,
স্মৃতির ফুলকি ফোয়ারার মতো
ধূমকেতু হয়ে পোড়ে।
মন পিঞ্জরে
বেড়ি বাঁধা খুশী
বিষাদের সুর তোলে
সাগর হেলায় হাজার ফণায়
স্মৃতির লহর তোলে।
বিষাদের সুর তোলে
সাগর হেলায় হাজার ফণায়
স্মৃতির লহর তোলে।
আজো কোনদিন
চেনা গলিতে
চটা গাঁথুনির গন্ধে,
মেঘমেদুরে রামধনু হাসে
কৈশোরের মিঠে ধন্দে।
চটা গাঁথুনির গন্ধে,
মেঘমেদুরে রামধনু হাসে
কৈশোরের মিঠে ধন্দে।
খোলা
প্রান্তরে ন্যাড়া ঘাস মাঠে
অরুণের ওঠাপড়া
গতির সাথে কাঁধে কাঁধ রেখে
সঙ্গতি দিশেহারা।
অরুণের ওঠাপড়া
গতির সাথে কাঁধে কাঁধ রেখে
সঙ্গতি দিশেহারা।
চিরসখা তুমি
অকৃপণ ভাষা!
অমৃত সুধা ভ'রে দাও,
মাটির স্পর্শে শব্দমালায়
কাব্যকে গড়ে নাও !!!
অমৃত সুধা ভ'রে দাও,
মাটির স্পর্শে শব্দমালায়
কাব্যকে গড়ে নাও !!!
কোন মন্তব্য নেই