দুটি কবিতা / যুগান্তর মিত্র
শি শিরোনামহীন ৬
তারপর নূপুর, রাতপোশাক।
শুধু নথ বাজি রেখে
নগ্ন হতে চাই।
মহাকাল, আমাকে সাঁতার শেখাও,
কচুরিপানা সরিয়ে
এগোনোর সূত্র খুঁজে দাও।
তারপর পুরুষ-পুরুষ চাঁদকে
ধর্ষণের অক্ষরমালা শেখাব।
যেখানে দস্তানা বা নুপুর
কোনোটাই সাজবাহারের পদ্ধতি নয়।
নথ থাকুক বা না-থাকুক
যৌথগীতি থাকবে সেখানে।
আর থাকবে আগুনের স্বরলিপি,
যাকে সব বোকারাই ভালোবাসা বলে।
শিরোনামহীন ৭
ঘুমের ভাষা শিখছি,
আর উল্কাপাতের সূত্র।
ফলত স্বপ্নের গলিপথ
হারিয়ে ফেলি বারবার।
শোকসংবাদ এখন
উপদ্রবহীন ছায়াপাত।
তাই নদীর ধারে বসে
জল মাপছি, জল মাপছি …
অপূর্ব।
উত্তরমুছুনঅপূর্ব।
উত্তরমুছুন