Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিনটি কবিতা / বিকাশ কুমার সরকার

নাম 

সেই বুদ্ধিবেলা থেকে গায়ে মাখছি অনেক রকম মৃত্যু
ত্বকের ছাকনীতে আটকে আছে ,কিছু পার হয়ে জমছে বুকে
এভাবেই আমার ওজন বাড়ছে!

বয়স্ক ব্যথার ফলাফল থেকে যতক্ষণ না -
পূর্ণ হয়ে বেরিয়ে আসছে নুন
ঝর্নার ছদ্মনামে

আসলে সবকিছুর উপস্থল বুক
যাকে ডাকতে পারো পাথর নামে


ডাক 

জনপ্রিয় বাতাস ঝড়ের বেগে বইছে আজ
কোনোরূপ পূর্বাভাস ছাড়াই দিচ্ছে তাড়া

ধৈর্য অসীমতা ছুঁয়ে তাই নিঃশ্বাস নিচ্ছে বড়ো

দুর্গন্ধ পানে রক্ত যেমন হয়ে যায় বদ্ধ পাগল
বুঝতে পারেনা হাওয়া খাওয়া নেশার একটা কারণ

তাই হৃদয় স্পর্শ করলে প্রাণের মতো ছটফট করে পাথর

যশ
শব্দ আসলে শিলাবৃষ্টির মতো
আওয়াজ করে আছড়ে পড়ে বুকে

অহংকারী তার এই আঘাতের চিহ্ন
আমার কলমগাছে কবিতা হয়ে ফোটে





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.