বাদুড় / অনিমেষ সিংহ
বাদুড় স্তন্যপায়ী
ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে যায়
তোমার প্রেমঘরে দাঁড়ালে
কতো বাংলা গান লেখা হয়েছে
এখনো লিখছে
গান শুনলে কাদাজল ভুলে যাই
আমার উঠোন নতুন জামা-প্যান্ট পরিয়ে
তাড়াতাড়ি চলে যেতে বলে নিমিত্তে
আমি দেখি,
বাদুড় উড়ে যায় আমার আগে
প্রেয়সীর ঠোঁটে
চিবুকে
আস্কারা বুলতে বুলতে
স্তন্যপায়ী বাদুড় ঝাঁপায়- কালীদহে।
শেষমেষ আমাকে
বাড়িতে রেখে যায়,
কয়েকটি বাংলা গানের
মেয়েলী আঙুল।
ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে যায়
তোমার প্রেমঘরে দাঁড়ালে
কতো বাংলা গান লেখা হয়েছে
এখনো লিখছে
গান শুনলে কাদাজল ভুলে যাই
আমার উঠোন নতুন জামা-প্যান্ট পরিয়ে
তাড়াতাড়ি চলে যেতে বলে নিমিত্তে
আমি দেখি,
বাদুড় উড়ে যায় আমার আগে
প্রেয়সীর ঠোঁটে
চিবুকে
আস্কারা বুলতে বুলতে
স্তন্যপায়ী বাদুড় ঝাঁপায়- কালীদহে।
কয়েকটি বাংলা গানের
মেয়েলী আঙুল।
কোন মন্তব্য নেই