Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

গোলাপী ঘাতক / সঞ্জীব চট্টোপাধ্যায়

কোমরে বেঁধেছ বিস্ফোরক ট্রিগারে আঙুল
এখন হিমের দিন যেন গোলাপি ঘাতক
শরীরে চিহ্ন দিলে রক্তের ছিটে, স্থিরচোখ
ভিড়ের আড়ালে শোনো ঐ মানব বিস্ফোট
প্রভু, মোমবাতি জ্বেলে দিলে অবেলায়
এই পুষ্প দেহভার প্রবাসী বিকেল
কিছুক্ষণ ঘুমিয়ে থাকব তারপর উঠবো জেগে
ফিরে যাব জন্মলগ্নে, কি ভুল ছিল রচয়িতার?
খুব রাগ হবে, অভিমান, বুকের অগ্নি জ্বলবে ধিক
ক্ষেপণাস্ত্রের বদলে তবু তোরা একটা গোলাপ নিস





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.