লুকনো / উৎস রায়চৌধুরী
যে দিক টি পাতা আছে, পাখনা বাহার
আমি
ইনিয়ে বিনিয়ে চলে যাই ভাবি ভুল হবে,
বশে আনা, ভেঙে দেওয়া তাই নিজেকে
নিজেই ভাঙি মেতে উঠি উৎসবে, প্রতিদিন,
নিশ্বাসে
ওদের জন্য নিয়ম নেই কোনো ওরা
মাতিয়েছিল একদিন জমিয়েছিল একদিন
সমস্ত ইন্দ্রিয় আমার প্রপাত ঢেউ বুনে একা
একাই সহজাত মাথুর ভাবে ভাবান্তরে
একশেষ হয়ে নিজেকে বলেছিল ফকির
গুটিয়ে রাখা অভিশপ্ত আস্তিন…
ইনিয়ে বিনিয়ে চলে যাই ভাবি ভুল হবে,
বশে আনা, ভেঙে দেওয়া তাই নিজেকে
নিজেই ভাঙি মেতে উঠি উৎসবে, প্রতিদিন,
নিশ্বাসে
ওদের জন্য নিয়ম নেই কোনো ওরা
মাতিয়েছিল একদিন জমিয়েছিল একদিন
সমস্ত ইন্দ্রিয় আমার প্রপাত ঢেউ বুনে একা
একাই সহজাত মাথুর ভাবে ভাবান্তরে
একশেষ হয়ে নিজেকে বলেছিল ফকির
গুটিয়ে রাখা অভিশপ্ত আস্তিন…
কোন মন্তব্য নেই