হরি ঘোষ স্ট্রীট / শুভ আঢ্য
কলঘরে একমগ জল ঢেলে
পাউডার ওড়াও
সারা হরি ঘোষ স্ট্রীট জুড়ে গন্ধ,
তোমাকে একা থাকতে দেয় না কেউ
তুমিও
কখনও কৃষ্ণভাব জাগে
আঁচল ফেলেও খাদক হওয়া যায়
শ্বাপদসংকুল হয়ে ওঠো,
নিয়মমাফিক রুটি,
আর সাহসীদের জন্যে চা, কুচোনিমকি
আর পাড়ার সদর দরজারা
আয়ান ঘোষ হয়ে ওঠে

কোন মন্তব্য নেই