জলছবি / আকাশ গঙ্গোপাধ্যায়
যে যার মতো লিখতে পারে বর্ষা
খাতায়
আমের বাগান কানের পাশে ঝিঁঝিঁর স্লোগান
একটা দুটো হাওয়ার দাপট খেলছে পাতায়
চাঁদ এসেছে মাথার উপর খবর রাখুক
তোমার সাথে গানের লড়াই কদম-ছায়ায়
চাঁদের চাদর ছাদের একা-কীত্ব ঢাকুক
রেলিং থেকে পা ঝুলিয়ে বসেছি আজ
হাতের কাছে কোমর তখন উষ্ণতা চায়
আরেকটা গা, নজরুলে তোর গলা দরাজ
নেই কোনো মদ, নেই সিগারেট তাতেও নেশা
স্পর্শতে তোর প্রদীপ জ্বলে সলতে ছাড়াই
রাতের আঁকায় আকাশ রঙে আমায় মেশা!
আমের বাগান কানের পাশে ঝিঁঝিঁর স্লোগান
একটা দুটো হাওয়ার দাপট খেলছে পাতায়
চাঁদ এসেছে মাথার উপর খবর রাখুক
তোমার সাথে গানের লড়াই কদম-ছায়ায়
চাঁদের চাদর ছাদের একা-কীত্ব ঢাকুক
রেলিং থেকে পা ঝুলিয়ে বসেছি আজ
হাতের কাছে কোমর তখন উষ্ণতা চায়
আরেকটা গা, নজরুলে তোর গলা দরাজ
নেই কোনো মদ, নেই সিগারেট তাতেও নেশা
স্পর্শতে তোর প্রদীপ জ্বলে সলতে ছাড়াই
রাতের আঁকায় আকাশ রঙে আমায় মেশা!
কোন মন্তব্য নেই