Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিনটি কবিতা

সংস্রব
ভোম্বল পণ্ডিত

শতাব্দী প্রাচীন কারুকার্য ও চোখে,
কত লালচে রোদে তার অনাদি চাওয়া,
ঢালের আড়ালে রাখতে চাইতাম।
কিন্তু ঝরনার মত প্রবৃত্তি
বয়ে চলে।
গোগ্রাসে ক্ষুধা পূরণ।
প্রতিবার নতুনের আবেদন,
প্রতিবার চাঁদে কলঙ্ক।
ইচ্ছে ছিল... আকণ্ঠ মুখস্থ করি,
আলোআঁধারি সোহাগে আজও হতবাক হয়ে দেখি-
খাঁজকাটা নকশা
তার চোখের অনাবিল কারুকার্য।
                     
প্লাটফর্ম
কৌশিক গাঙ্গুলি

হুট বললেই ছুট দিয়ে আনতে পারবোনা
কোনো সাত রাজার মাণিক্য।
যখন সবাই প্লাটফর্ম গড়তে ব্যস্ত
,
আমি তখন ভাঙতে চলেছি ঘুণপোকাদের বাসা ।
ব্যাস তাতেই রাগ - রাগিণীর পালাবদল ।
মাইরি বলছি আমি চুপ থাকার চেষ্টা করি
কিন্তু বিবেকটা খুব দুষ্টু যে রাতের ঘুম কেড়ে নেয় ..
পাশে থাকেনা ঈশ্বর
, পরিবার , বন্ধু বা সময় ।
শুধু কলমটা লিখে চলে পরম সত্য।


সম্পর্ক
সুদীপ গুপ্ত

রাশি জানা নেই
বতিচেল্লীর তুলিতে ভেনাসের জন্ম
ক্যানভাস জুড়ে রঙ
রীনা বৌদি এসে দাঁড়ান ব্যালকনিতে
রাঙা ঠাকুরপো এখনো মুখচোরা
অথচ মার্চেই ইয়ারএন্ডিং
যদি কথা ওঠে
একটা একটা করে ছিঁড়ে ফেলবেন ফুল
সব ফুলে তো আর পূজো হয়না।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.