তিনটি কবিতা
বিবর্ণ
শুক্লা
মালাকার সাহা
এই
অরণ্যে আজ স্বপ্ন নিয়ে ফিরে গেল
অক্ষর, লেখা এল না
বিবর্ণ এক ঘর,
ছবিদের হাড়গোড় আর ইঁদুরের বসতি
নাগালের অতীত অন্ধকার
কবিতায় কিছু হবে না
ক্রমশ প্রকাশ্য আপত্তন একদিন এসো
স্থলভাগ বুক পেতে আছে
বনেদি হাহাকার ঠেলে নেমে এসে
নিরপেক্ষ জল ছিটিয়ে যাও
হে ঈশ্বর।
অক্ষর, লেখা এল না
বিবর্ণ এক ঘর,
ছবিদের হাড়গোড় আর ইঁদুরের বসতি
নাগালের অতীত অন্ধকার
কবিতায় কিছু হবে না
ক্রমশ প্রকাশ্য আপত্তন একদিন এসো
স্থলভাগ বুক পেতে আছে
বনেদি হাহাকার ঠেলে নেমে এসে
নিরপেক্ষ জল ছিটিয়ে যাও
হে ঈশ্বর।
মাপ
সনৎ মাইতি
সনৎ মাইতি
জুতোর মাপেরা বদলে যায়
জুতোর মাপেরা অচেনা হয়ে ওঠে
পুরানো ও নতুন মাপের মাঝে
আবছা চোখে পড়ে থাকি
অচেনা চাকারা এখন পেট্রোল
আমার শুধু ঘাম......
জুতোর মাপেরা অচেনা হয়ে ওঠে
পুরানো ও নতুন মাপের মাঝে
আবছা চোখে পড়ে থাকি
অচেনা চাকারা এখন পেট্রোল
আমার শুধু ঘাম......
পথ
রঘুনাথ মণ্ডল
সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল.. আমার দেখা একটি পথ জলে ডুবে রইলো
সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল.. আমার দেখা একটি পথ জলে ডুবে রইলো
পথ ভাসতে জানে না
আমরা পথে ভাসাই
পথে ভাসি
কতো কান্নার পর পথের ধারে একটি ঘর হয়
বর্ষা এলে ঘরে ঢুকে পথ
ওই পথ কেও খুঁজে পায় না
আমার ভয়ে নদী হয়ে বেরোয়
অনেক গোপন কথা বলেদিলাম এবার বেরিয়ে পড়ো
লজ্জা আমারও পায়
আমরা পথে ভাসাই
পথে ভাসি
কতো কান্নার পর পথের ধারে একটি ঘর হয়
বর্ষা এলে ঘরে ঢুকে পথ
ওই পথ কেও খুঁজে পায় না
আমার ভয়ে নদী হয়ে বেরোয়
অনেক গোপন কথা বলেদিলাম এবার বেরিয়ে পড়ো
লজ্জা আমারও পায়
কোন মন্তব্য নেই