Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দূরপথে / সুমন বন্দ্যোপাধ্যায়

ক্রমশ দূরে সরে যাচ্ছি।
এইসব বর্ণমালার দেশ ,সাদাকালো রাত্রিযাপন
 
ফুল ও পাথরের পাশে বিবর্ণ শীতঘুম
দেহ থেকে খুলে রাখছি অলীক সর্বনাম
 
নদী ধুয়ে ধুয়ে সামান্যমাত্র ক্ষয়রোগ বালি
অন্ধ
জ্যোৎস্নার ভেতর ঘুম ভেঙে জেগে ওঠে 
যা কিছু রাত্রির পোশাক -তারপর রঙ ভাঙে
 
গান থেকে জেগে ওঠে ফসলের শীষ
কতকাল জেগে আছি এইসব শব্দদৃশ্য ছুঁয়ে
শ্মশান অনতিদূর। রাধা শব্দে নেচে ওঠে অনন্ত ঘুঙুর।


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.