দূরপথে / সুমন বন্দ্যোপাধ্যায়
ক্রমশ দূরে সরে যাচ্ছি।
এইসব বর্ণমালার দেশ ,সাদাকালো রাত্রিযাপন
ফুল ও পাথরের পাশে বিবর্ণ শীতঘুম
দেহ থেকে খুলে রাখছি অলীক সর্বনাম
নদী ধুয়ে ধুয়ে সামান্যমাত্র ক্ষয়রোগ বালি
অন্ধ জ্যোৎস্নার ভেতর ঘুম ভেঙে জেগে ওঠে
যা কিছু রাত্রির পোশাক -তারপর রঙ ভাঙে
গান থেকে জেগে ওঠে ফসলের শীষ
কতকাল জেগে আছি এইসব শব্দদৃশ্য ছুঁয়ে
শ্মশান অনতিদূর। রাধা শব্দে নেচে ওঠে অনন্ত ঘুঙুর।
এইসব বর্ণমালার দেশ ,সাদাকালো রাত্রিযাপন
ফুল ও পাথরের পাশে বিবর্ণ শীতঘুম
দেহ থেকে খুলে রাখছি অলীক সর্বনাম
নদী ধুয়ে ধুয়ে সামান্যমাত্র ক্ষয়রোগ বালি
অন্ধ জ্যোৎস্নার ভেতর ঘুম ভেঙে জেগে ওঠে
যা কিছু রাত্রির পোশাক -তারপর রঙ ভাঙে
গান থেকে জেগে ওঠে ফসলের শীষ
কতকাল জেগে আছি এইসব শব্দদৃশ্য ছুঁয়ে
শ্মশান অনতিদূর। রাধা শব্দে নেচে ওঠে অনন্ত ঘুঙুর।
Khub sundor.
উত্তরমুছুনSesh line ta Mon chhue glo