Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মিথ্যা মেঘ / রঞ্জিত রনি

আমার শরীরের আড়ালে বেঁচে রৌদ্র
শানিত বজ্র। বুক চেরা স্মৃতি।
কটাক্ষ করি জীবনকে মৃত্যুর দ্বারে বসে।
রিক্ত মেঘ আমি। জলকনাহীন ধোঁয়া।
পৃথিবী অতৃপ্ত, এখন অনাবৃষ্টি।
মিথ্যা আশা যোগাই আকাশের বুকে থেকে।
স্নেহের দানায় তবু ভেজাতে পারি না।

তবু লোলুপ চোখে চেয়ে, আমার বৃষ্টি স্পর্শ নেই।
রক্ত তবু ঝরে না বাস্তবের মাটিতে ।
ভাস্কর শত্রু ছোবল মারে। মিথ্যা লোভ আর কত ?
লোভ যে পাপের পশ্চাতি।
নেহাত ছলনা আর কত?
ইতর মেঘ আমি , নির্জলা জীবন আমার, আমি অকর্মণ্য মেঘ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.