বটর তল / চন্দনকৃষ্ণ পাল
ওটা ছিলো উজ্জলতায় মোড়ানো ,আমাদের শৈশব।
লাল মাটির পথ বেয়ে যেতে যেতে যেখানে মোড়-
সেখানেই তার শত বাহু বিস্তৃত....
রাস্তা ,দীঘি,ধানখেতে প্রশস্ত ছায়া আর শীতলতা
চৈত্রে কিংবা ভাদ্রে শত পথিকের শান্তি বিনোদন।
ফুল কই? শুধু কমলা ফলের সমারোহে
সবুজ অন্তর্হিত,কাকদের প্রিয় উৎসব
আমরা মনুষ্য আর বানর শিশুরা সকাল দুপুর বিকেল
বট ডালে,বট তলে সমস্ত আসর আর খেলা।
আজ মধ্য বয়সে এসে দেখি, লাল মাটি কালো পিচ
বটের শুধু কান্ড ছিন্ন ভিন্ন
শৈশবের ‘বটর তল’ নেই।
শুধু তীব্র হাহাকার বয়ে যায় বুকের গহনে।
কোন মন্তব্য নেই