ঈশ্বর / আকাশ গঙ্গোপাধ্যায়
আরো একবার শুনেছি ডাকনাম
চেনা গলায় অচেনা আস্তানা ;
ফিরিয়ে দিয়ে স্বপ্ন অবশেষ
দহন জ্বালার এটা তো রাস্তা না!
চেনা গলায় অচেনা আস্তানা ;
ফিরিয়ে দিয়ে স্বপ্ন অবশেষ
দহন জ্বালার এটা তো রাস্তা না!
আকাশ জুড়ে বার্তা এসে যায়
সাদা খামে নীলরঙা উত্তাপ,
একমুঠো রোদ পাঠাল সঙ্গিনী
বদ্ধ ঘরে সাজানো সংলাপ।
সাদা খামে নীলরঙা উত্তাপ,
একমুঠো রোদ পাঠাল সঙ্গিনী
বদ্ধ ঘরে সাজানো সংলাপ।
যন্ত্র ঘেরা রোজের বোঝাপড়া
সেতুর পারে দাঁড়িয়ে বিদ্রুপ,
একটা ছেলে হার মানাতে রাজি
অভ্রস্নানে ভিজেছে নিশ্চুপ।
সেতুর পারে দাঁড়িয়ে বিদ্রুপ,
একটা ছেলে হার মানাতে রাজি
অভ্রস্নানে ভিজেছে নিশ্চুপ।
সিঁদুর দেওয়া এক-দু কপাল মাটি
জন্ম দিয়ে পালাল সংসার ;
আমরা বোধহয় শেষ বিকেলের স্নেহে
স্বর শুনেছি স্বয়ং দেবতার...
জন্ম দিয়ে পালাল সংসার ;
আমরা বোধহয় শেষ বিকেলের স্নেহে
স্বর শুনেছি স্বয়ং দেবতার...
কোন মন্তব্য নেই