Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মুক্তি / অর্ণব চৌধুরী

ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ জন
বুকে থাপ্পড় মারতে মারতে
আমাকে " বিশ্ব ধর্ম " শেখায়,

চলে যাওয়ার দুঃখ , আর
ফিরে আসার ভয়,
এই দুই এর দ্বন্দ্বে শীততাপ ঘরেও
আমি ঘামতে থাকি।

ওদিকে সামনে বসে থাকা দার্শনিক ভদ্রমহিলারা
অনর্গল লিখে চলেছেন আমার আত্মজীবনী ,

বস্তুত আমরা সবাই এখন টুপি পরে লাইব্রেরীতে
পড়তে বসেছি,

এরই মধ্যে কখন যেন বুকের ভিতর থেকে
আপন মনে ঘুরতে থাকা গ্লোবটা বেরিয়ে গেল।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.