নার্সিসাস / মহম্মদ সামসুর রহমান
প্রেম কিংবা জন্ম সম্পর্কের সংজ্ঞা যাচ্ছে ঘুচে,
প্রেমকে উপড়ে ফেলে আত্মরতির চাষ;
হ্যালুসিনেসন, মাস্টারবেসন...
অগাধ মাইলস্টোন পেরিয়ে পেয়েছি
মেঘ না চাইতেই জল;
ব্যান্ডেজ-আবরণ খুলে ফেলছি,
হয়ে উঠছি সুদক্ষ পর্যবেক্ষক;
বান্ধবীরা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বারবার অন্ধকারে;
বাস্তব বিমুখ হতে কে না চাই...
নগ্ন সমুদ্র গিলে খেতে খেতে একসময় নিজেকে গিলে ফেলছি;
হয়ে যাচ্ছি শ্রেষ্ঠ প্রেমিক
নিজেকেই নিজে ভালবাসছি প্রচন্ড
কোন মন্তব্য নেই