Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা

সন্ন্যাস
অসিত বরণ চট্টোপাধ্যায়
 

তোমার হাত ছুঁয়ে আছি
সেই কোন সন্ন্যাসী কাল হতে
ধুসর বালিয়াড়িতে মুখ গুঁজে
নিষ্প্রভ উটের নিষ্কাম ইচ্ছেয়
বিলিয়ে দিয়েছি অকাতরে
আমার জাগতিক সন্ন্যাস
বিনিময়ে পেতে চেয়েছি
ধ্যানমগ্ন আকাশের উদারতা।

না বুঝেই তুমি দু-চোখে
বইয়ে দিয়েছ নীলনদের ধারা
উন্নাসিক হৃদয়ে উল্কি এঁকেছ
আকাশে ডানা মেলা পাখী
অথচ কি অদ্ভুত মনোজগৎ
তোমাকে আঁকড়ে রেখেছি দেখো
পরম আদরে ব্রততীর মত।।


আলাপন
পিয়ালী বসু

রাত নামে
বর্ণমালার অক্ষরে নিজেকে সাজিয়ে

আলগা বালিশ জুড়ে ইতস্তত পড়ে থাকে
মন খারাপের কিছু আলগা ঋণ

শরীর জাগে না
জাগে না জিভ
অব্যক্ত শব্দমালাগুলি শুধু ছুঁয়ে থাকে
স্পর্শহীন অস্পর্শের বৈভব!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.