Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / দেবাশিস মুখোপাধ্যায়

চতুরাশ্রম 

মাছেরা ব্রহ্মচর্য সেরে
চলে যায় গার্হস্থ্য জীবনে
কাটাকুটি খেলে কড়াই এর তেলে কিছু
বানপ্রস্থ অভ্যাস
শেষে পড়ে থাকে থালের কিনারে
তার সাধু হাড়

মেঘ বিষয়ক নয় 

মেঘের কাছাকাছি সাইকেল 
ঘাম ঝরছে তবে বৃষ্টি নয়
ইদানিং সম্পর্কের মধ্যে ভাঙা চুড়ি আর থ্যাতলানো লিপষ্টিক
ছাড়াও জামা ছেঁড়া আর চুল
পাতলা হয়ে ঢুকে পড়ছে
কিন্তু মেঘ এসব দেখছে না
আর সাইকেল হারিয়ে যাওয়ায়
আরো ধূলো উড়ছে চোখের ওপর আর তাই খাতা খোলা হচ্ছে না
অক্ষর হারিয়ে যাচ্ছে বলে তুমি
ভুলে যাচ্ছো অক্ষয় শব্দটি এতো
ক্ষয়ের ভেতর ........

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.