Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বনজ্যোৎস্না / শিবশংকর পাল

হাওয়া ছিল না

এলোমেলো বরফকুচি রাস্তাজুড়ে

শোনো, তোমাকে এখানে আনতে চাইনি
যে দুই শালিক তোমাকে প্ররোচিত করেছে
তাঁদের নাম নিলে অনর্থ হবে

থাক, নদী ও খামারের কথা।
বরং গত গাছ জন্মে যে কথা বলে গেছে
সেই হাওয়ায় ডানা ভাসিয়ে দিই চলো।

বনজ্যোৎস্নার আদর ও আপ্যায়নে
থাবা কী করে গিটার বাজায়
সেই উৎসব দেখে আসি চলো









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.