Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হেঁটেছে যে পথে আঁধার / সুমন বন্দ্যোপাধ্যায়

নোনতা অন্ধকারে মুখ ডুবিয়ে                                                           
রাত্রি চেটে খায় নির্জনে
কলেজফেরতা কিশোরীর কাঁচা লাশ

শেয়াল শকুনেরা নেমে আসে পথে
শান দেওয়া নখ দাঁত নিয়ে
চোখে চোখে হেসে ওঠে নষ্ট উল্লাস

এখানে মিডিয়া নেই, চ্যানেল নেই
এখানে চোখ বুজে ঘুমিয়ে আছে
সবকটি ক্যামেরা ফোকাস

এরপর পতাকা জাগবে
পায়ে পায়ে হাঁটবে মিছিল
শ্লোগানের মেঘসব ঢাকবে আকাশ

দলে দলে শতবার নেমে এসো পথে
হাতে হাতে জ্বেলে নাও মোমবাতি আলো

পারবে পোড়াতে আঁধারঅথবা সর্বনাশ...?





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.