দশটি নোলক / পরিচয় হক
সুখী রোদ্দুর দূরে সরে গেছে পাতার আড়াল
মাছরাঙা বিকেলে ফিরে এলো অসুখী কাঙাল
২
বেদনা বাতাস বহে কোন দিকে আজ
মেঘে মেঘে গলে যায় নিহত এ সাজ
৩
সেখানেই যাবে তুমি পাহাড়ে ফাটল
জল তুলে রেখে এসো ঘর টলমল
৪
ভাঙা প্রতিমার বুকে কান পেতে শোনো
বলবে যাওয়ার সময় আসেনি এখনও
৫
মৃত এন্টেনা বুঝেছে বার্তা কতদূর
মাটির গভীরে ঝোলে পুরনো ভাঙচুর
৬
কালো আসে গ্রাসে গ্রাসে আমাদের গ্রামে
পাতারা ভুলিয়ে দিক আলোর প্রণামে
৭
আজ থেকে তুমি হলে মাতাল পাঁজর
ঘাম দিয়ে ছেড়ে যাক কবিতার জ্বর
৮
ভেলার ভিতরে ছিল মাতোয়ারা নদী
তুমি কি ভেসেই যাবে সঙ্গে যাই যদি
৯
কিছু কথা চুপ কথা আড়ালে আড়াল
রাস্তা গিয়েছে চলে ভেঙেছে দেয়াল
১০
ঘাসে ঘাসে ফলে আছে তোমার ব্যর্থতা
তবু তুমি ফিরে আসো বলো সব কথা
কোন মন্তব্য নেই