দুটি কবিতা / তন্ময় বসু, দীপঙ্কর বেরা
কবিতা বিদায়
তন্ময় বসু
তন্ময় বসু
শব্দরা পরিযায়ী ভাবনাদের নিয়ে বসন্ত বিহারে
গেছে।
লন্ডভন্ড বাগানে ন্যাতানো শাখারা ফুলের ভার বইবে কি করে।
কিশোরী দক্ষিণা সযত্নে এড়িয়ে যায়, পাছে নষ্ট সময়।
চারিদিকে সেজেছে বাসর; না হয় হোক ভার্চুয়াল!
বেণী বেনু বাণী করতালে ঋতুগান।
দেহাতী অঙ্গ মজে থাক নিজ রাগ রঙ্গে, একাকীত্ব উদযাপনে।
লন্ডভন্ড বাগানে ন্যাতানো শাখারা ফুলের ভার বইবে কি করে।
কিশোরী দক্ষিণা সযত্নে এড়িয়ে যায়, পাছে নষ্ট সময়।
চারিদিকে সেজেছে বাসর; না হয় হোক ভার্চুয়াল!
বেণী বেনু বাণী করতালে ঋতুগান।
দেহাতী অঙ্গ মজে থাক নিজ রাগ রঙ্গে, একাকীত্ব উদযাপনে।
সঠিক তবুও
দীপঙ্কর বেরা
মুখে মিষ্টি ছিল কি না জানা নেই কথাটি বলেছিল ঠিক,
তাকেই রঙ চড়িয়ে ফ্যাকাসে করে কত জন কতভাবে
পরিবেশন করতেই রে রে করে উঠল অনেকেই
কেউ কেউ নিরুত্তর চুপচাপ ;
মিষ্টির খোঁজে সময় কাটছে সঠিক তার নিজের পথ হারিয়ে
একেবারে সাধারণ প্রায় সবাই তাকে মাড়িয়ে যায় ।
অসহিষ্ণু জীবন চেয়ে নিয়েছি শুধু কথা বলার হিসেবে সঠিক আসে না
যা কিছু সব সময়ের ধারাপাত ।
দীপঙ্কর বেরা
মুখে মিষ্টি ছিল কি না জানা নেই কথাটি বলেছিল ঠিক,
তাকেই রঙ চড়িয়ে ফ্যাকাসে করে কত জন কতভাবে
পরিবেশন করতেই রে রে করে উঠল অনেকেই
কেউ কেউ নিরুত্তর চুপচাপ ;
মিষ্টির খোঁজে সময় কাটছে সঠিক তার নিজের পথ হারিয়ে
একেবারে সাধারণ প্রায় সবাই তাকে মাড়িয়ে যায় ।
অসহিষ্ণু জীবন চেয়ে নিয়েছি শুধু কথা বলার হিসেবে সঠিক আসে না
যা কিছু সব সময়ের ধারাপাত ।
দু'টি কবিতাই খুব ভালো.....
উত্তরমুছুন