Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পরিযায়ী / রিংকু কর্মকার চৌধুরী

ভালো থাকার চেষ্টা করিস!
যাওয়ার সময় ছেলে ভুলানো কথা
গুঁজে দিয়েছিলি হাতে
আমিও কেমন বোকার হদ্দ দ্যা,
তোর রেখে যাওয়া স্মৃতি ভেবে কথাটাকেই
দুবেলা মনে করে যত্ন করি
আমাদের শেষ কবে প্রেম পেয়েছিল?
কবে শেষ জড়িয়েছিলি চিলেকোঠায়?
মা তখন অসুস্থকবিতা পড়তে ছাদে
মাদুর পেতে বসা
তুই সেই সব দিনে প্রেম কাব্য
লিখে ফেলতিস অন্ধকার প্রদেশে
মাইরি বলছি আফসোস না,
খচখচ করে গলার কাঁটা টা
মাঝরাতে সম্মোহনে তোর মুখটাই স্পষ্ট
কুছ দাগ অচ্ছে হোতে হ্যা,
চুপচাপ দাঁড়িয়ে ভাবি ,
রাত কাটলেই বাসর শেষে ,
পাখি ফিরবে খাঁচা তে





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.