একটা ভোর বাজার হয়ে যাচ্ছে / দেবাশিস মুখোপাধ্যায়
একটা ভোর বাজার হয়ে যাচ্ছে
স্টেশনের কিছু করার থাকছে না
কুয়াশা খেতে খেতে এক ট্রেন এসে
কুয়াশা ভাঙতে ভাঙতে রোদে চলে যায়
ভিড় বাড়লেই প্লাটফর্মের পাখির ডাক চাপা পড়ে
কথা কথাকে অনেক দূর নিয়ে যায়
মাইকের আসা যাওয়ার সংবাদ পাল্টে পাল্টে
মনে রাখছে না সেই পুরাতন ডাককে
জানালা জেনে নিচ্ছে একটা গ্রামের শহর হওয়ার
কাহিনী
আর নদীর বুকে কিভাবে সড়ক এলো
এলোচুল অন্ধ ভিখারিনী মিশে যাচ্ছে বাউলের
খুচরোয়
নেমে যাবার তাড়ায় ব্যাগ ভুল করছে না কেউ
পালিশের ভেতর চকচকে হয়ে হারিয়ে যাচ্ছে পা
সকালের শরীরে যে রোদও ধরতে পারছে না ব্যস্ততায়
কোন মন্তব্য নেই