মানসী / আকাশ গঙ্গোপাধ্যায়
ছন্দে তোমার আগ্রহ নেই মানসী
হতেই পারতে তুমিও গদ্য কবিতা
নিষ্ঠুর থেকে নিষ্ঠুর হতে জন্তুর
স্বপ্ন বা প্রেম – পরিচিতি জান্তব-ই তা
এ ঘরে যদি বা উঁকি দিলে মনকামনায়
দেখবেনা শুয়ে দুটো মৃতদেহ জড়িয়ে
মাথা থেকে গলে বেরিয়ে আসছে করোটী
ঘিলু ঘিলু ছবি মেঝেতে রয়েছে ছড়িয়ে
ডানা মেলে পড়ে আমার ক্লান্ত প্রেয়সী
ঠোঁট দুটো তার রক্তের দাগে উর্বর
দেখা দেয় উরু গভীর স্বপ্নে নিত্যই
স্বপ্নেরও দোষ, কপাল ধরায় ধুমজ্বর
ভেবনা আমরা তোমার কর্মে মুগ্ধ
ভেবনা ও-মাথা হবেনা কখনো প্রণত!
আমার প্রেমিকা ক্ষমা করেছিল সহজেই
অপরাধবোধ তাও রোজ, দিন গোনাত...
হতেই পারতে তুমিও গদ্য কবিতা
নিষ্ঠুর থেকে নিষ্ঠুর হতে জন্তুর
স্বপ্ন বা প্রেম – পরিচিতি জান্তব-ই তা
এ ঘরে যদি বা উঁকি দিলে মনকামনায়
দেখবেনা শুয়ে দুটো মৃতদেহ জড়িয়ে
মাথা থেকে গলে বেরিয়ে আসছে করোটী
ঘিলু ঘিলু ছবি মেঝেতে রয়েছে ছড়িয়ে
ডানা মেলে পড়ে আমার ক্লান্ত প্রেয়সী
ঠোঁট দুটো তার রক্তের দাগে উর্বর
দেখা দেয় উরু গভীর স্বপ্নে নিত্যই
স্বপ্নেরও দোষ, কপাল ধরায় ধুমজ্বর
ভেবনা আমরা তোমার কর্মে মুগ্ধ
ভেবনা ও-মাথা হবেনা কখনো প্রণত!
আমার প্রেমিকা ক্ষমা করেছিল সহজেই
অপরাধবোধ তাও রোজ, দিন গোনাত...
কোন মন্তব্য নেই