Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

স্বেচ্ছা নির্বাসন / কৃষ্ণা দাস

মধ্যরাতে নির্বাসন দন্ড থেকে উঠে আমাকে শাসাতে এলে ।
দুই হাতে ছিঁড়েদিলে গোপন পরিচয়,
নির্জন মহল্লায় শুরু করলে গুন্ডামি,
ভন্ড সাধুর বেশ খুলে উপড়ে নিলে অবক্ষয়,
চুম্বনের বিষাক্ত নির্যাসে নীল হতে হতে কাঙ্ক্ষিত কামড়
সময়ের জঙ্ঘায়,
খুবলে নিলে দলা মাংস,
রক্তের নোনতা স্বাদে
তখন জেদি ঘোড়াদের অবাধ্য দৌড় শুরু ।
সুমেরুর হিমবাহ প্রলয় উষ্ণায়নে গলে ডুবিয়ে দিল সমস্ত সত্ত্বা,
ডুবিয়ে দিল মিথ্যে ভয়, কুণ্ঠা, মিথ্যে নির্বাসন ।
মধ্য রাত্রি এবার আমাকে শাসায়,
কিন্তু ততক্ষণে স্বেচ্ছা নির্বাসনে আমিও যে সহযাত্রী ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.