গর্ভ-বিপ্লব / সুকান্ত চক্রবর্তী
ভাঙছে, তোমার অনেকদিনের সামলে রাখা
দুর্গের ইট পাথর সব ভাঙছে, একে একে;
বয়েসের ভার আর কতো? রোদ জল তো
আর ধরে রাখার জিনিস না। গাঁথুনির গর্ভে
কতো শিশু জন্ম নেয়, দেখো প্রাচীর। চুইয়ে পড়া জল
আর কতকাল তাদের তেষ্টা মিটাবে? তারা আলো চায়,
দেখ, অনন্ত আকাশে তাদের আকর্ষ পেঁচিয়ে থাকে
আলো-কণা। এক হ্যাঁচকা টানে সব ভেঙ্গে
গুঁড়িয়ে যাবে, সামলে রাখা ইট পাথর সব;
ঐ ভাঙা দেয়ালের ফাটল থেকে কান্না শুনো,
একের পর এক, যতো নুতন, সব পলেস্তারা খসা
প্রাচীন প্রাচীর গর্ভে ক্রমশ যোগ্যতর হয়।
একদিন বৃষ্টিও পাথর ভিজিয়ে ওদের ছুঁয়ে যাবে,
হাত পা গজিয়ে যখন ওরা আলোর গান ধরবে, দেখবো
তখন কিভাবে বাঁচাবে এই ইট পাথরের সমাজ ।
কোন মন্তব্য নেই