Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সীমানা / প্রতিমা রায় বিশ্বাস

কনৌজ থেকে হর্ষবর্ধন এসেছিল কিছু আগে।
বেলাভূমি ছুঁয়ে যাওয়া নোনতা ঢেউ এর ভিতর
                         কুচি কুচি অনু ঢেউ।
আমার রোমকূপ থেকে শনশন ঝাউবনে
হাওয়ারা হাওয়া কেটে গেছে।
ঝিনুকের শিউলি খোলস থেকে পারফিউম উড়ে
আমার কাঁধ ছুঁয়ে ছড়িয়ে দিল ঘরে,
এসব তুমি জান না।
তোমার বৃত্ত আলাদা।
আমি জানি ঐ ওরা প্রকৃতি ঢেলেছে আকাশ ঢালার মত
জল রঙের সদ্য শুকনো মেঘের উপর
সূর্য সব রঙের আবির খেলেছে আজ।
হর্ষবর্ধনের মুখে অক্ষরেখা রোদ,
বেলাভূমির ছড়ানো ছিটানো ছবি থেকে খুঁজে নিচ্ছি
কোথা থেকে কোন পর্যন্ত
বিস্তৃত কনৌজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.