তরুণলেখা-১৮ / স্বপন পাল
আর কত দিন বলো নিজেকে ঠকাবো !
তুমিও তরুণলেখা অসংলগ্ন কথাগুলি
সাজিয়ে গুছিয়ে বেশ বলা শিখে গেছ।
আর তবে কার জন্য আমার কথোপকথন ,
কার তবে ঠোঁটে আর পুরে দেবো শব্দ বরাভয় !
আর কত দিন বলো নিজেকে গোপন করে
পিছনের দরজা খুলে বাগান দেখাবো।
তুমিও তরুণলেখা ইদানিং দক্ষ চালে
কিস্তি দিয়ে বসো, আমার মুঠোর টান
শিথিল কি হয়ে এলো, শ্লথ ঘরে ফেরা;
যখন ঘরের দিকে ফেরাটা জরুরি নয়
অভ্যাসের মতো কিছু রোদে মরা অবসন্ন ছাতা ,
আমাকে প্রকট করে; প্রাণপণে চাবি খুঁজি
পকেটে
পকেটে, শব্দ খুঁজি শব্দ বরাভয়।
কোন মন্তব্য নেই