Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

প্রিয় আকাশলীনা, শুনতে পাচ্ছো / চন্দনকৃষ্ণ পাল

আবার স্বপ্নের হাতছানি.....

জমে থাকা মেঘ কাটলেই আলোক রশ্মি
এমন ভাবনা ভাবতে ভাবতেই
দিন মাস বর্ষের পথ চলা শেষ
সুড়ঙ্গের শেষ প্রান্ত কই?

সবই স্বপ্নের আলো ছায়া খেলা
তোমার মুখের আলো দেখতে দেখতেই পথ হাঁটা
তারও বুঝি সমাপ্তির সময় এখন
তা না হলে ঐ মুখে বিষণ্ণতা কেন?

দেয়ালেই তোমাকে প্রথম পাওয়া
তারপর অন্তহীন স্বপ্নের পথ চলা শুরু
ধূসর থেকে সবুজ,সবুজ থেকে নীল স্বপ্নের দেশ
ইচ্ছে না থাকলেও ধূসরে পদার্পণের
খুব বুঝি দেরী নেই আর।

এখানে এই গোধূলি বেলায়
তোমার চোখের আলোয় আরেক সূর্যদৃপ্ত দিনকে
আবিষ্কার করার অপেক্ষা আমার.......।

প্রিয় আকাশলীনা ,শুনতে পাচ্ছো তুমি?



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.