Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সহযাত্রী / আঁখি বাসন্তী

অরণ্য হতে অরণ্যে কাকভেজা মাতালের মত
                      বসন্তের অমৃত খুঁজেছি!
পাবনা জেনেও খুঁজেছি।
এই বাসন্তী দেহের পূজায় শিব সেজেছে ভণ্ডেরা!
আমি পূজোর আসনে স্বেচ্ছায় পূজিত হতে,
জিইয়ে রাখতে চাই এই বাসন্তী শরীর।
দেবতাও মুখ লুকিয়ে তেল ঘষে মন্দিরে!
যুগের পর যুগ উত্থিত থাকে মন্থনে
,
শুধু আমার বেলায় দোষ! পূজোর আসনে ঠাঁই নাই,
নির্জন গলির পথে বখাটের শিষ নাই, ভণ্ডেরও দেখা নাই।
আজও অমৃত বসন্ত খুঁজছি!
আমি শুভ্র আলখাল্লায় মলিন হবো কেন! 
তবে দেবতাও হতে হবে সহযাত্রী।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.