অন্তর্গত কথামালা-৭ / চন্দনকৃষ্ণ পাল
শহরের তো কোন দোষ নেই।
তিল তিল করে গড়ে ওঠা
ইট কাঠ আর কংক্রিট মোড়ানো শহর,
তার এক ইঞ্চি ভূমিও চায়নি এই বৃত্তাবস্থা
তোমরাই অর্থহীন করেছো ক্রমশঃ...।
তোমরা হীনমন্য, অবিশ্বাসী
লোভ তোমাদের প্রতিটি লোমকূপে-
সবকিছু চেটেপুটে খাবার অদম্য ইচ্ছের কাছে
সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে সেই কবে!
এই পিঁপড়ের মতো মনুষ্যসারি
আসলে দুপেয়ে কিছু বর্ণহীন প্রাণী
ওদের হাসি মিথ্যা
কান্না মিথ্যা
আশ্বাস মিথ্যা,
মিথ্যা আর মিথ্যার বেসাতিতে,
নোংরামি আর হীনমন্যতার যুপকাষ্ঠে
বলি হতে হতে মানুষ শব্দটাই আজ
এক ভয়ার্ত চাহনির প্রতিশব্দ।
আমি এই শহরের মানুষদের কাছ থেকে মুক্তি চাই...।
কোন মন্তব্য নেই