দৃশ্যপট / পবিত্র আচার্য্য
ইতিহাস থেকে আছড়ে পড়ে ঘুম
সবাক দৃষ্টিতে চেয়ে থাকে সাদা পাতা
স্থাপত্যের থেকে আঁচড়ে নিয়ে রঙ
লেখা হবে অনিশ্চিত দুপুর থেকে দূরের দৃশ্যপট
এই উদাসী পথের বাক,নিত্য রাতজাগা ভোর
আমাদের চুপচাপ বাসাবদল,অবিরল অপেক্ষা
সব ঠেলে পাথরের গায়ে লেগে থাকে রোদ
দুহাতে টুকরো ছাই, সুখ কুড়াই খেলার ছলে
পিছু পিছু ধাওয়া করে ঝড়, আরও গভীরে শূন্যতা
মেঘের ডাক ফুটে ওঠে, ভিজে যায় রুমালের ভাজে
রাখা শীতল স্পর্শ আর তাকে ঘিরে কতকথা
তুচ্ছ নয় সামান্যতম আগুন,সব সম্পর্কের ভেজা মুখ
এইসব প্ল্যাটফর্ম ছেড়ে দিনের মাঝে ফুটে ওঠে ঘুম
আমায় ঘিরে থাকে মৃত-দেওয়ালের ভিড়
হাওয়ার সাথে কত মিল আমার?
খেলতে খেলতে ছবি হয়ে উঠি,ঘুরে-ফিরে পুনরায় ছবি
সময়ের গা থেকে ঝুলে পড়ি প্রত্ন-অক্ষরের মত
সবাক দৃষ্টিতে চেয়ে থাকে সাদা পাতা
স্থাপত্যের থেকে আঁচড়ে নিয়ে রঙ
লেখা হবে অনিশ্চিত দুপুর থেকে দূরের দৃশ্যপট
এই উদাসী পথের বাক,নিত্য রাতজাগা ভোর
আমাদের চুপচাপ বাসাবদল,অবিরল অপেক্ষা
সব ঠেলে পাথরের গায়ে লেগে থাকে রোদ
দুহাতে টুকরো ছাই, সুখ কুড়াই খেলার ছলে
পিছু পিছু ধাওয়া করে ঝড়, আরও গভীরে শূন্যতা
মেঘের ডাক ফুটে ওঠে, ভিজে যায় রুমালের ভাজে
রাখা শীতল স্পর্শ আর তাকে ঘিরে কতকথা
তুচ্ছ নয় সামান্যতম আগুন,সব সম্পর্কের ভেজা মুখ
এইসব প্ল্যাটফর্ম ছেড়ে দিনের মাঝে ফুটে ওঠে ঘুম
আমায় ঘিরে থাকে মৃত-দেওয়ালের ভিড়
হাওয়ার সাথে কত মিল আমার?
খেলতে খেলতে ছবি হয়ে উঠি,ঘুরে-ফিরে পুনরায় ছবি
সময়ের গা থেকে ঝুলে পড়ি প্রত্ন-অক্ষরের মত
কোন মন্তব্য নেই