কুয়াশার কাঁচে / সুমন্ত চ্যাটার্জী
শীতের কুয়াশারা
চুপচাপ এসে জমেছে
বিন্দু
বিন্দু
ময়দানের শান্ত আঁচলে,
পাশাপাশি দু’জন
খুব
এতটাই কাছাকাছি
চোখের শিরা-উপশিরাও
চেখে নিতে পারি চোখ দিয়ে,
দুনিয়াটা পুড়ছে কিছুর ওপর
ধোঁয়াটে গন্ধ
গলে যায় সব পর্দানকাব।
অথচ ... ঝাপসা তুমি কেমন
নিঝুম কুয়াশার কাঁচে!
bah!
উত্তরমুছুন