Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিষণ্ণ বিকেলে / অভি মৈত্র

বিষণ্ণতার ছোঁয়া তোমার দু'চোখে  
বৃষ্টি নেমেছে আমার শহর জুড়ে....
 
 
বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে সব
 
যা যা ছিলো কাল ...
 
 
রেলিঙের ধারে এখনো ভিজছে কেউ
 
ভিজছে আমার ছেলেবেলা, স্মৃতির
 
চেনা কিছু দঙ্গল ।
 
 
প্রবল বৃষ্টি...
 
খেয়া ঘাট...নৌকার দল;
 
ভিজছে খুনসুটি প্রিয় এক ধানক্ষেত
 
একলা হওয়া কিছু শালিকের গান...
 
 
ভিজছে আমার প্রথম আলাপ ।
 
 
ভিজে যাচ্ছে কতো চেনা সেই দেওয়াল  
আর পরিচিত কিছু পোট্রেট;  
স্পর্শের শেষ সম্বল...
 
আরো দূরে রাজবাড়ির মেন গেট,
 
এখনো কী দাড়িয়ে কেউ ?
 
 
তার পর গাড়িবারান্দা
 
ভিজে গেছে সব,
 
কিংকর্তব্যবিমূঢ় সেই হলুদ বাড়ি ...
 
 
বিষণ্ণ
 এই বিকেল  
ভিজে যাচ্ছে সে
 
আর আমার একলা আকাশ ।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.