আগমনি / অসিত বরণ চট্টোপাধ্যায়
আজও
দুর্গা আসে সপরিবারে
শরৎকালীন সার্কাসের পটভূমি নিয়ে।
একবিঘৎ পেট আর একখন্ড ট্যানার জন্য
হরিহরেরা মাথা কুটে মরে,
স্ত্রী সন্তানের একটুকরো হাসিটির তরে।
অপু দুগ্গারা তালি দেওয়া জামা শাড়ী পরে
ছুটে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকায় আর শোনে,
কু ঝিকঝিক আগমনি গান, মরুভূমি হৃদয়ের টানে।
আদিগন্ত মাঠ কাশ ফোটে আপন নিয়মে
সর্বজায়ারা মরমে মরে অকাল বৈধব্যের দুঃস্বপ্ন নিয়ে।
ইন্দিরা ঠাকরুন ছেঁড়া মাদুরের তানপুরা নিয়ে
গান ধরে "হরি দিন তো গেল সন্ধ্যা হলো.......
আমরা সার্কাস দেখি প্যান্ডেলে প্যান্ডেলে
দুগ্গারা
হারিয়ে যায় হেমন্তের প্রাক্কালে...শরৎকালীন সার্কাসের পটভূমি নিয়ে।
একবিঘৎ পেট আর একখন্ড ট্যানার জন্য
হরিহরেরা মাথা কুটে মরে,
স্ত্রী সন্তানের একটুকরো হাসিটির তরে।
অপু দুগ্গারা তালি দেওয়া জামা শাড়ী পরে
ছুটে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকায় আর শোনে,
কু ঝিকঝিক আগমনি গান, মরুভূমি হৃদয়ের টানে।
আদিগন্ত মাঠ কাশ ফোটে আপন নিয়মে
সর্বজায়ারা মরমে মরে অকাল বৈধব্যের দুঃস্বপ্ন নিয়ে।
ইন্দিরা ঠাকরুন ছেঁড়া মাদুরের তানপুরা নিয়ে
গান ধরে "হরি দিন তো গেল সন্ধ্যা হলো.......
আমরা সার্কাস দেখি প্যান্ডেলে প্যান্ডেলে
কোন মন্তব্য নেই