বিলাসে অনিষিক্ত চুম্বন / অলোক মিত্র
ইদানীং অশুভতা আমাকে
করে না বিচলিত কিংবা ভঙ্গুর !
মন দরিয়ায় শ্যাম পবনের উড়াল পঙ্খী ঝাপ দেয় ;
কিছু বিস্মৃতির কাছে অসমাপ্ত সংলাপ
আর প্রতারণার ক্ষয়িষ্ণু অস্তিমজ্জা।
বিলাপে বিরহে অনিষিক্ত চুম্বনে
আমাকে স্পর্শ করে।
স্বপ্নের দ্রোহে আরাধ্য দেবতাদের বাক্য বিনিময়
দেহে তারপর নিস্তেজ অসাড়তা
অবশ্য, ইদানীং তাই প্রতারণায়
হই না বিচলিত কিংবা
শোকে মূর্তিমান পাথর।
কোন মন্তব্য নেই