শুকনো পাতা / রেজা শাহীন
কোন এক বৃক্ষের শাখায় পত্ররূপে আবির্ভাব
পাখির সাথে গল্প আর
মৃদু বাতাসে দোল খেয়ে খুব ভালোই দিন পার হত।
যখন একটু একটু করে বেড়ে উঠতে লাগলাম তখনই দেখি
যৌবনের সবুজ রঙ ধীরে ধীরে শুষে নিচ্ছে প্রখর তাপের ঐ সূর্যটা।
যৌবনের সবুজ রঙ ধীরে ধীরে শুষে নিচ্ছে প্রখর তাপের ঐ সূর্যটা।
বিনিময়ে বৃদ্ধকালের হলদে রঙে রাঙিয়ে দিয়েছিল
তাই তো সূর্যের সাথে আমার চরম শত্রুতা!
তাই তো সূর্যের সাথে আমার চরম শত্রুতা!
তারপর একদিন প্রচন্ড ঝড় এলে নিজেকে আবিষ্কার
করি মাটির বুকে
আকাশ ছোঁয়ার ইচ্ছাটা আর পূর্ণ হলনা।
এখানে এসেও রেহাই পাইনি এতটুকু
রোদে শুকাতে শুকাতে আজ আমি শুকনো পাতা;
এখন আর সবুজ কিংবা হলুদ নেই খয়েরি রং ধারণ
করেছি।
জানিনা এমনি করে কবে
মানুষের
পায়ের আঘাতে আঘাতে মিলিয়ে যাই মৃত্তিকার সাথে।
কোন মন্তব্য নেই