Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বহ্নিশয়ান / শুভ্র শর্ভিন মুখোপাধ্যায়

আমাকে পুড়িয়ে দেবে ওরা
ভস্ম ভাসিয়ে জলে,
ফিরবে যে যার নিয়মিত ঘরে, 
আমাকে, পুরোপুরি পোড়ানোর পরে 
    
যেদিন প্রথম যৌবন এল,
প্রথম প্রেমের চিঠি লিখেছি যেদিন স্নানঘরে লুকিয়েচুরিয়ে - 
আকাশ কি ভীষণ ক্ষীণ - 
ছেঁড়াখোঁড়া কবিতার খাতা
শীতের পাতার মত উড়েছে অক্ষর,
পরদিন কি প্রবল জ্বর -
প্রথম, প্রথমবার যেতে দেওয়া শিখেছি সেদিন,
দুই হাত বুকে নিয়ে চিতার ওপর
তোমার বুকের কাছে ঠোঁট
সোনাখনি খুঁজল যেবার,
আমার সে চন্দনসাজ -
সারারাত পুড়ে গেছি চুল্লীর খাইখাই আঁচে

মানুষের মুখে মুখে সখ্যতা ভাসে,
আমিও ভেসেছি, ভুলে সুতীব্র দহনের দাগ,
মেখেছি ভাবনারেণুফাগ - 
-
চিরকাল আমার এই বহ্নিশয়ান
যারা খুব কাছাকাছি থাকে,
অথবা, বেমালুম ভান করে চলে,
দু'ফোঁটা চোখের জ্বলে মেটাতে চাইবে ঋণ,-
তথাপি আমায় পোড়ায় কার সাধ্য সেদিন !

সকলের কান্নার ফাঁকে
আকাশও যদিবা মুখ ঢাকে 
তুমি শুধু পাশ ফিরে শুয়ে,
হেসো জোর, মুখ চাপা দিয়ে,- 
লোকগুলো ফিরে এলে ঘরে -
আমার এই ছাইদেহ, পুরোপুরি পোড়ানোর পরে 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.