Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বৃত্তি / জয় চক্রবর্তী

আদিম পাথরগুলো সেদিনও নির্বিকার ছিল
দেখেও দেখেনি তোমার লাল চোখ --- লকলকে জিব
কর্দমাক্ত সেদিন থেকেই পৃথিবীর বুক --- বিষাক্ত লালায়

দিনে দিনে আগুন জ্বলেছে --- লজ্জা ঢেকেছি বস্ত্রের অনুরাগে
শকটের ভিড় দিকে দিকে --- উঁচু ইমারতে বিলাসী স্বপ্ন রাত
শিক্ষা সভ্যতা ছুটে চলে রাজপথ বেয়ে নিজেরই প্রতিযোগী

নাগরিক ঝোপ ঝাড়ে আজও তোমার ওঁত পেতে থাকা
উদ্ধত যৌনাঙ্গ সম্বল তোমার অস্তিত্ব সভ্য পৃথিবীময়
প্রবৃত্তি ! সত্যি বলতো, তুমি কত বছর বাঁচো !


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.