Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

গান ৩ / অবিন সেন

গায়ের থেকে রোদের আঁচ
হাতের পিঠ দিয়ে মুছে নিতে নিতে,
মনে পড়ে
আজ সারাদিন কোনো কথা রাখা হয়নি...
কথা রাখা যেন সভা সমিতির মতো,
মানুষজন মানুষের কাছেমানুষের পাশে
কলহ সাজিয়ে রাখে...
অথচ শামুকের মতো নিজেকে লুক্কায়িত করে
যখন গাছের কাছে গিয়ে বসি..
দেখি বন্ধুরা সব কাছে আসে...তারপর গান
শুধু গান
পাখিরা সব গান..আর গানটাকে বন্ধু মনে হয়..


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.