Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তরবারি / অসিত বরণ চট্টোপাধ্যায়

প্রেমের কবিতা নয় আর
রক্তাক্ত গাজায় আসা যাক
কিশলয় নিজেই ঝরে,
নাকি ঝরানো হয়? কোন পাপে?
মৃত্যুমিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর
স্তব্ধতায় ঢেকেছে হাহাকার,
এ কোন পৃথিবী মৃত্যুগহ্বরের
চেয়েও অন্ধকার
ঝরে যাওয়া গোলাপ আজ
সাদা চাদরে মোড়া কফিন বন্দী
মৃত স্তনে মুখ দিয়ে যে শিশু
রয়ে গেল অমৃতপিয়াসী,সেই
অমৃতপুত্র যদি জেগে উঠে
বলে 'কি অপরাধে শাস্তি পেলাম আমি'?
কে দেবে জবাব? দেবে কি ফিরিয়ে শৈশব?
যার হাত দিয়ে গর্জালো মিসাইল
সে কি শিশু ছিল না কোনদিন?
নয়কি পিতা কোন শিশুর?
অপরাধী মনে হয় নিজেকে
অভিসম্পাত দিতে ইচ্ছে হয় নিজেকে
কেন পারলাম না এ পৃথিবীকে
শিশুর বাসযোগ্য করে দিতে
শানিত  তরবারি নিয়ে হে কবি
অকাল পঙ্গুত্ব কি আমার ভাগ্যলিপি?
বিশ্ব বিবেকের ঘাড়ে
কেন ঝলসালো না তরবারি?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.