বাঁদর মানুষ হ / তনুশ্রী মৈত্র সাধুখাঁ
দূর বাঁদর! মানুষ হ
আমার প্রকৃতি, আমার সৃষ্টি রক্ষা হোক।
বাঁদর মানুষ হল..
আমার সত্তা তোদের হোক
কথা রাখে নি,
লজ্জা পেল, বোধ হল
সৃষ্টি খেলায় মাতাল হল।
আমার সৃষ্টি তোদের উৎস
সম্মান কর,রক্ষা কর।
মস্তিষ্ক উর্বর হল
আমার সত্তা উপেক্ষিত।
নূতনের উন্মোচন
আদি অনন্ত লুপ্তপ্রায়,
আমি অবহেলিত
তোদের শিক্ষা হোক।
আধিপত্যের নেশায় মত্ত
জন্ম নেই আছে কালমৃত্যু
সত্তার মৃত্যু,সত্যের মৃত্যু
তোদের জন্ম হোক।
মানুষ বাঁদর হল।
কোন মন্তব্য নেই