কবুতর কথা / চিত্রা ব্যানার্জ্জী
পায়রা রাজা পায়রা রাণী
কিসের এতই কানাকানি
বক বক বক বকম
বকম সারাদিনই বকবকানি ।
আমার ঘরের আনাচ কানাচ বেঁধেছ ঘর খুব যতনে ,
স্যার ও ম্যাডাম ঘোরে ফেরে পাহারা
দেয় রাতে দিনে
সদস্য আর বংশ বাড়ে আমিই শুধু দেখছি একা -
মায়ার ঘোরে পড়েছি ভাই লাঠিঅলাদের বানাই বোকা
ব্যালকনিতে রোজই প্রাতে জমাস কেন ধর্না আসর
গুটর গুঁ-উ, গুটর গুঁ-উ-উ-উ আসছি
ওরে, সইছে
না তর ?
এটাই আমার নিত্য অ্যালার্ম নিত্য
নেশা বলতে পার
প্রাণায়াম রইল পড়ে, ওদের ভয়েই জড়সড়
আজকে তুমি বেকার হলেও একদিন
তো কাজের ছিলে
নখে বেঁধে খামটি চিঠির দূরদেশেতে পাড়ি দিলে
বাজটি বসে তাক করে ঐ পড়ল
ঠোকর বুকের মাঝে
উড়ল তুমি মরণ-উড়ান পত্রদূতের নীরব ব্যাখান
কাজটি সেরে দিবস গেলে পড়লে
ঢলে পড়লে ঢলে
অজস্রবার শহীদ হলে বাজের তীক্ষ্ণ কঠিন ঠোঁটে
জানল না কেউ,বুঝল না কেউ বাহাদুরি তোমার বটে.....
!
দুই কবুতর লড়িয়ে হেসে তারা বসে পাঞ্জা কসে ,
আঘাত-কাতর তোমার আওয়াজ চিৎকারেতে শূন্যে
ভাসে
জয়ের হাসি বড়ই হাসি সিক্কা ঝরে রাশি রাশি
রইলে পড়ে রইলে তুমি সবাই গেল যে যার ঘরে
পুষলে তুমি আমার হবে আমার সাথে কথা কবে ,
ঘাড়েপিঠে চড়বে তুমি আদর করে ডাকলে পরে !
খালি বুকে আয়রে পাখি নেইকো
খাঁচা হাতে আমার ,
মিলেমিশে থাকি সুখে জীবন জুড়ে চাই কি বা আর ।।
কোন মন্তব্য নেই