Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / চন্দনকৃষ্ণ পাল

প্রাকৃতজন

অরণ্য প্রকৃতি আর অন্তর প্রকৃতির
প্রভেদ বিচারে যদি সফলতা আসে,
অগণ্য মন আর অগম্য বন জয়ে
বিশ্বস্ত হওয়াই সহজ

হরিতাভ মানবিক সম্পর্ক গড়ে
নিযুক্ত হতে পারি প্রকৃতির সাথে -
হতে পারি অনন্ত জাতক

বৃংহণে কেঁপে উঠলে র্ষা বন
অজানিত স্রোতধারা মননে প্রলেপ রাখে
র্বস্বতায়


মন ও বনবীথি

বিযুক্ত হয়ে গেছি ব্রহ্মাণ্ড থেকে
অজানিত কক্ষপথে পরিক্রমণ
মাত্রাহীন যতিহীন সময় ঘুর্ণ
অগম্য বনবীথি গাঢ় সবুজ রাখে ঢেকে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.