Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হাত / মাহমুদ নজির

আমার একটাই লেখার হাত,                                       
সেও আজ থেমে আছে নীরব অভিমানে,
                         অভ্যাসবশত ;

চোখের সামনে কাঁটাতার কাঁটাতার 
অসংখ্য বেড়া, পার হতে  চাই
ছুঁতে চাই আকাশ  হাত কেঁপে ওঠে,
হৃদয় কেঁপে ওঠে
, নড়েচড়ে ওঠে প্রতিটি  আঙুল!
কবিতা আমাকে বলে " বিদায় বিদায় "
দেখা হবে আগামী ফাল্গুনে 
ফুল ফোটার দিন -সকাল বিকেল এসো,
                     ভরে দেবো হাত


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.