Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

চাঁদ / চন্দনকৃষ্ণ পাল

ডান চোখ ভাঁজ করে                                                                 
বা চোখকে পূর্ণ স্বাধীনতা দেয়া হলো
নান্দনিক অন্ধকারে
ডালিম আর নারকেল পাতার ফাঁক থেকে দেখে
কখনও সোজা, কখনও বাঁকা করে
কাছ কিংবা দূর থেকে
ডান এবং বাঁ হাত থেকে
নিউরনে একটা দুটো তিনটে ছবি এঁকে..............

তারপর শাটারে আঙুল

যেদিন তিনি ল্যাব থেকে ফিরে এলেন
মুক্ত হয়ে  -
সাগ্রহে ছয় চক্ষু বিস্ফারিত হলো
সেলুলয়েডে চাঁদের কোন অস্তিত্ব নেই


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.